জুমবাংলা ডেস্ক : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পার্বত্য চট্টগ্রাম। আজ রবিবার রাত ৯টা ১৫ মিনিট ৪০ সেকেন্ডে ভূ-কম্পনটি অনুভূত হয়।
রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের মিজোরাম সীমান্তবর্তী মিয়ানমারের ফালাম শহরের ৭১ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১০৪ দশমিক ২ কিলোমিটার গভীরে।
স্থানীয়রা জানিয়েছেন, দু’দফায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো স্থায়ী হয় ভূমিকম্পটি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ। তিনি বলেন, একটি মৃদু কম্পন অনুভূত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।