জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর হাজারি গলি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপর ভয়ঙ্কর অ্যাসিড হামলা, ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় যৌথবাহিনীর সাড়াঁশি অভিযানে ৮০ জনকে আটক করা হয়েছে। বুধবার এক প্রেসব্রিফিংয়ে ঘটনাস্থল থেকে ৮০ জনকে আটক করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস বলেন, বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তুলকালাম কাÐ ঘটা হাজারি গলির সব দোকানপাট বন্ধ রয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সংবাদ সম্মেলন করে আগের রাতের উচ্ছৃঙ্খল ঘটনায় ৮০ জনকে আটকের তথ্য জানিয়েছে যৌথ বাহিনী। নগরীর দামপাড়ায় সেনাবহিনীর ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেডে সংবাদ সম্মেলনে যৌথবাহিনীর ট্রাস্কফোর্স-৪ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ ঘটনার বর্ণণা দিয়ে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকালে ওসমান আলী নামে এক ব্যক্তির ইসকন বিরোধী পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। “৫০০/৬০০ জনের মত দুস্কৃতিকারী ওসমান আলী ও তার ভাইকে হত্যা এবং দোকান জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্যে জড়ো হয়।”
সেনা কর্মকর্তা ফেরদৌস বলেন, থবর পেয়ে সেনা, পুলিশ ও বিজিবির ছয়টি টহল টিম ঘটনাস্থলে যায় এবং জানমাল রক্ষা ও ‘মব জাস্টিস’ রোধে ওসমান ও তার ভাইকে উদ্ধার করে যৌথবাহিনী নিয়ে আসার সময় উত্তেজিত জনতাকে যথাযথ আইনের মাধ্যমে বিষয়টি সমাধানে আশ্বস্ত করার পরও বিশৃঙ্খলাকারীরা উত্তেজিত হয়ে উঠে। “এসময় বিশৃঙ্খলাকারীরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে জুয়েলারির কাজে ব্যবহৃত এসিড ও ইটপাটকেলসহ ভাঙ্গা কাঁচের বোতল নিক্ষেপ শুরু করে।
এতে পাঁচ সেনা ও সাত পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়।” সেনা কর্মকর্তা ফেরদৌস বলেন, রাত সাড়ে ৯টার দিকে যৌথবাহিনীর ১০টি টহল দল হাজারি গলিতে প্রবেশ করলে দুস্কৃতিকারীরা পুনরায় এসিড সাদৃশ্য বস্তু ছুড়তে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।