জুমবাংলা ডেস্ক : চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে এবার বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় পাঁচ অটোরিকশা যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। রিমান্ড শেষে ভোলা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়
চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের আমির নিহত আইনজীবী সাইফুল ইসলামকে ‘প্রিয় দলীয় সহকর্মী’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি”।
নিহত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
জামায়াতের আমির মি. রহমান বলেন, “চট্টগ্রামে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে”।
তবে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান জামায়াতের আমির মি. রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।