আমাদের মধ্যে অনেকেই কম্পিউটারের ব্রাউজারে কাজ করার সময় ভুলে এটি ক্লোজ করে দেই। দ্রুত কাজ করতে গিয়ে ভুলক্রমে ব্রাউজারের ক্রস বাটনে প্রেস হয়ে যায় এবং ব্রাউজারটি বন্ধ হয়ে যায়। আপনি যদি ব্রাউজারে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে থাকেন তখন এমন মিসটেক হলে আপনার জন্য তা বিরক্তির কারণ হতে পারে। এ সমস্যার সমাধানে আপনি যেসব পদক্ষেপ অবলম্বন করতে পারেন তা আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে।
কিবোর্ড এর Ctrl+Shift+T, এই শর্টকাটটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা আপনি যদি ভুলক্রমে ব্রাউজারটি বন্ধ করে দেন তাহলে এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আপনি পুনরায় আগের জায়গায় ফিরে আসতে পারবেন। এটিকে ইংরেজিতে Undoing a Mistake বলে। কাজেই আপনার ব্রাউজারের সকল ট্যাব রিস্টোর করার জন্য এটাই সবথেকে সহজ এবং দ্রুততম পদ্ধতি। এই কিবোর্ড শর্টকাটটি আপনি সব সময় মনে রাখতে পারেন। ভবিষ্যৎ এ যেকোনো সময় তা কাজে আসতে পারে।
যদি আপনি গুগল ক্রোমের Incognito মুড দিয়ে কাজ করেন তাহলে এ পদ্ধতি কাজে আসবে না। আপনি যদি উইন্ডোজ ব্যবহার না করে ম্যাক ব্যবহার করেন তাহলে CMD +Shift+T শর্টকাট ব্যবহার করবেন। এ শর্টকাটের সবথেকে উপকারী দিক হলো আপনি ঠিক যে অবস্থায় আপনার কাজ ফেলে এসেছেন আপনি আবার ঠিক সেখান থেকেই কাজ শুরু করতে পারবেন।
এই কিবোর্ড শর্টকাট বাদেও আপনি ব্রাউজার এর হিস্টোরি মেথড অপশন ব্যবহার করেও বন্ধ করা ট্যাবগুলি ফিরিয়ে আনতে পারেন। তবে এটা কি-বোর্ড শর্টকাট এর মতো দ্রুততম পদ্ধতি নয়। গুগল ক্রোমের হিস্টোরি অপশনে চলে যান। সেখান থেকে Recently Closed Tab এ ক্লিক করুন। আপনি যতগুলো ট্যাব বন্ধ করেছিলেন সবগুলো ওপেন হয়ে যাবে।
গুগল ক্রোম ব্রাউজারের Tab Search Method পদ্ধতি অবলম্বন করতে পারেন। এটি গুগল ক্রোমের Built In Tab Search ফিচার। Ctrl+Shift+A শর্টকাট অবলম্বন করে সরাসরি সার্চ অপশনে চলে যেতে পারবেন এবং বন্ধ হওয়া ট্যাবগুলি চালু করতে পারবেন।
গুগল ক্রোম অ্যাপটি আপনি কম্পিউটারের টাস্কবারে যুক্ত করে ফেলতে পারেন। এতে সুবিধা হচ্ছে আপনি ভুলক্রমে ব্রাউজার বন্ধ করে দিলে আপনি সেখানে রাইট বাটনে মোস্ট ভিজিটেড এবং রিসেন্টলি ক্লস্ট অপশন এ প্রবেশ করে কাজে ফিরে যেতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।