চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।
এর আগে, রবিবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন উদয় কুসুম। চবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে হামলার ইন্ধন দেওয়ার অভিযোগও উঠেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তৎপর রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।