জুমবাংরা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে শোকজ (কারণ দর্শনোর নোটিশ) করেছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগের শিক্ষককে সভাপতি হিসেবে রাখার ব্যাখ্যা জানতে চেয়ে এই শোকজ করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। এর আগে, বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেলে রবাবার হাইকোর্টের এই নির্দেশনা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম মনিরুল হাসান বলেন, ‘আমরা আনঅফিশিয়াল একটা রিট পিটিশন পেয়েছি। হাইকোর্ট আমাদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন। তবে আইন মোতাবেক সব করা হবে। ’
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের যাত্রা শুরু হয়। এ সসময় সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্যে ২০১৮ সালে প্রভাষক হিসেবে স্থায়ী পদে উক্ত বিভাগে যোগদান করেন তিনজন শিক্ষক। ২০২০ সালের ২ জুলাই থেকে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ বি এম নাজমুল ইসলাম খানকে অনির্দিষ্টকালের জন্য সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সদুত্তর না পাওয়ায় উচ্চ আদালতে রিট করেন বিভাগের তিন স্থায়ী শিক্ষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।