জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল থেকে প্রেমিক মো. নাঈমের বাড়িতে অবস্থান নিলে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর থেকে প্রেমিক নাঈম পলাতক রয়েছে। এ ঘটনায় রাতে ওই প্রেমিকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ধর্ষণ মামলা করেছেন তরুণী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাঈমের বাড়িতে হঠাৎ হইচই শুরু হলে তারা ছুটে আসেন। পরে জানতে পারেন, এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। একপর্যায়ে উৎসুক জনতা ওই ছাত্রীকে ঘরের ভেতরে তুলে দেয়।
পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শিক্ষার্থীকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করলেও ওই শিক্ষার্থী বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। পরে শিক্ষার্থীর অভিভাবকরা আসেন ও মধ্যে আলাপ-আলোচনা শেষে রাত ১২টা ১০ মিনিটের দিকে ওই তরুণী বাদী হয়ে কথিত নাঈমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে।
ওই শিক্ষার্থী জানায়, তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। সে ওই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত তিন বছর ধরে তার সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল।
সম্প্রতি নাঈম যোগাযোগ বন্ধ করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে— এমন খবর পেয়ে সে সোমবার গণিত পরীক্ষার পর চুয়াডাঙ্গায় আসে ও নাঈমের বাড়ির সামনে অনশন শুরু করে।
ওই তরুণীর ভাষ্য, ‘আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই। নাঈমের সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। এখন সে অন্য মেয়েকে বিয়ে করছে, এটা মানা যায় না।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্তকে আটকে অভিযান চালাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।