সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভুট্টাখেতের মাঝে লুকিয়ে অপিয়াম পপি চাষ করায় নূরুল ইসলাম নামের এক কৃষককে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আ
৪৫ বছর বয়সী নূরুল ইসলাম উপজেলার তেওতার পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিবালয় উপজেলার পুরান পয়লা এলাকা থেকে আটককৃত মোঃ নুরুল ইসলামের ভোগ দখলীয় জমি হতে ফুল ও ফলযুক্ত নয় হাজার আটশত বিশটি অপিয়াম পপি গাছ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে অপিয়াম পপি চাষের সত্যতা পাওয়া যায়। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়েছে এবং অপিয়াম পপি গাছগুলো নষ্ট করা হয়েছে।
তিনি আরো জানান, নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে এবং উদ্ধার করা অপিয়াম পপি গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।