জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, থানায় থানায় হামলা, বিটিভির আর্কাইভ পুড়িয়ে দেয়াসহ যখন সর্বত্র জ্বালাওপোড়াও শুরু হয়, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে সেনামোতায়েনসহ সান্ধ্য আইন জারি করা হয়েছে। কারফিউ পরিস্থিতি পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে। অচিরেই সবার সহযোগিতায় আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো।
বৃহস্পতিবার (২৫ জুলাই) কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত বগুড়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
বিকেলে মন্ত্রী হেলিকপ্টারযোগে রংপুর থেকে বগুড়ায় পৌঁছান। প্রথমে তিনি শহরের টেম্পল রোড এলাকায় কোটা আন্দোলনের সময় হামলা ভাংচুরের শিকার জেলা আওয়ামী লীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও সদর ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, কোটা আন্দোলনে ভর করে দেশবিরোধীচক্র সারাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
মন্ত্রী বলেন, ছাত্রদের সব দাবি মেনে নেয়া হয়েছে। বাকি দাবিগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে বিবেচনা করবেন।
কারফিউ পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, সবার সহযোগিতায় ধীরে ধীরে আমরা সান্ধ্যআইন প্রত্যাহার করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।