লাইফস্টাইল ডেস্ক : গরমে প্রশান্তি পেতে বেশিরভাগ মানুষের ভরসা সিলিং ফ্যান। কিন্তু সিলি ফ্যান অনবরত চালালে অত্যাধিক বিদ্যুৎ বিল আসে। এই সমস্যার সমাধানে বাজারে এসেছে বিএলডিসি মোটরের ফ্যান। এই ফ্যানের বিদ্যুৎ বিল অনেকটাই কম।
বিএলডিসি হল এক ধরনের বিশেষ মোটর। এই বিশেষ ফ্যান চলে ডিসি কারেন্টে। বিএলডিসি ফ্যানের ভিতরে একটি ইলেকট্রনিক সার্কিট আছে থাকে। সেটি এসি কারেন্টকে ডিসি-তে রূপান্তরিত করে।
একেবার নিঃশব্দে চলে এই ফ্যান। একেবারে আওয়াজ হয় না। আবার ইলেকট্রিক বিল সাশ্রয়েও এই ফ্যানের জুড়ি নেই। তা হলে ভবিষ্যতে বাজারে কি শুধু এই ফ্য়ানের দেখা মিলবে!
২০২৫ সালে নাকি রেকর্ড গরম পড়বে। এদিকে অনেকেরই এসি কেনার সামর্থ থাকে না। তবে গরম থেকে বাঁচাতে পারে এই ফ্যান।
এবার বাজারে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বিএলডিসি ফ্যানের। বিএলডিসি ফ্যান এবং সাধারণ ফ্যানের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেগুলো জেনে রাখা দরকার। অনেকে বলছেন, ভবিষ্যতে বেশিরভাগ বাড়িতে থাকবে এই ফ্যান।
সাধারণ সিলিং ফ্যানের থেকে এই ফ্যানে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এমনকি এই ফ্যান অনেকটাই শব্দহীন। ফলে ফ্যান চললে ঘুমের ব্যাঘাত হওয়ার কোনও প্রশ্ন নেই।
সাধারণ সিলিং ফ্যানে ৭০ থেকে ৯০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। সেখানে বিএলডিসি ফ্যানে বিদ্যুৎ খরচ হতে পারে ২৫ থেকে ৪০ ওয়াট। ফলে বুঝতেই পারছেন, ইলেকট্রিক বিলে কতটা সাশ্রয় হতে পারে।
ওয়াইফাই, অ্যালেক্সা, গুগল ভয়েস সাপোর্ট- এমন অত্যাধুনিক প্রযুক্তির সাপোর্ট পাবেন এই ফ্যানে। রিমোট কন্ট্রোল, স্পিড রেগুলেশন, স্মার্ট কানেক্টিভিটি আপনার কাজ কমিয়ে দেবে অনেকটাই।
বাড়ির আঙিনায় এই পদ্ধতিতে লাল আঙ্গুর চাষ করুন, হবে বাম্পার ফলন
আপাতত এই ফ্যানের দাম বাজারে সাধারণ ফ্য়ানের থেকে অনেকটাই বেশি। তবে ভবিষ্যতে এই ফ্যান বাজার দখল করবে বলে মনে করা হচ্ছে। চাহিদা বাড়লে দাম অনেকটা কমতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।