অভিশপ্ত জাহাজ ‘ফ্লোর ডি লা মার’ রহস্য আজও অমীমাংসিত

ফ্লোর ডি লা মার

অন্যরকম খবর ডেস্ক : সমুদ্রে হাজার বছরের জাহাজডুবির ইতিহাস মানুষের মুখে মুখে ঘুরেফিরে জন্ম নিয়েছে বিভিন্ন রূপকথার। মাঝ সমুদ্রে ডুবে যাওয়া এমন অনেক জাহাজের রহস্য আজও অমীমাংসিত। সমুদ্রে হারিয়ে যাওয়া এমন একটি আলোচিত জাহাজ ‘ফ্লোর ডি লা মার’। পর্তুগিজ এই জাহাজকে অভিশপ্ত মনে করা হয়।

ফ্লোর ডি লা মার

১৫০২ সালে নির্মিত জাহাজটি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যেই নয়, যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতো। ১৫১১ সালে নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত এটি চালু ছিল। এরপর জাহাজটিতে ফুটো হওয়ার লক্ষণ দেখা দেয়। নিয়মিত জাহাজটির মেরামতের প্রয়োজন পড়ে।

শেষবারের মতো জাহাজটি মালাক্কা প্রণালীর পথে যাত্রা করে। বিভিন্ন রত্নবোঝাই কার্গো নিয়ে ফ্লোর ডি লা মার যাত্রা করেছিল বলে প্রচলিত আছে। যদিও এর স্বপক্ষে কোনো নথিপত্র মেলেনি।

বলা হয়, সেদিন জাহাজে থাকা স্বর্ণ, মণিমুক্তা, সোনার মোহর সবই ছিল লুটকৃত। জাহাজের মেরামতের প্রয়োজন থাকা সত্ত্বেও বন্দর ছাড়ার আগে এটি বেশ অনিরাপদ এবং নিয়ন্ত্রণহীন বলে মনে হয়েছিল। কিন্তু কোনো ক্রু সদস্যই এই যাত্রা থামানোর চেষ্টা করেননি। দায়িত্বরত ক্রু সদস্যরা কার্গোবোঝাই সম্পদ নিয়ে পর্তুগালের লিসবনে যাওয়ার উদ্দেশে যাত্রা করে।

জাহাজটি মালাক্কা প্রণালী হয়ে যাওয়ার সময় ভয়ানক ঝড়ের কবলে পড়ে। ধনসম্পদ নিয়েই সুমাত্রার উত্তর তীরের তালিয়ে যায়।

শিক্ষার্থীদের সঙ্গে গ্রাফিতি আঁকলেন ইভানা

জাহাজে প্রচুর ধনসম্পদ ছিল, তাই এটি খুঁজে বের করার জন্য অসংখ্যবার অনুসন্ধান চালানো হয়। যদিও জাহাজটি আর খুঁজে পাওয়া যায়নি। লুটকৃত ধনসম্পদের অভিশাপেই জাহাজটি সমুদ্রে চিরতরে বিলীন হয়ে গেছে বলে প্রচার হয়।