বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 2025 সালটি টেকপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় বছর হয়ে উঠছে। ইতিমধ্যেই গত কয়েক মাসে দেশের বাজারে গ্রাহকদের জন্য একাধিক নতুন চমক নিয়ে এসেছে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। লঞ্চ হয়েছে আইফোনের নতুন মডেল। বাজেট সেগমেন্টেও প্রকাশ্যে এসেছে একাধিক নতুন মোবাইল ফোন। এপ্রিল মাসেও ইতিমধ্যেই দেশের বাজারে গ্রাহকদের জন্য নতুন স্মার্টফোন লঞ্চ করেছে পোকো, রিয়েলমি।
এবার সেই তালিক্যা যুক্ত হল Vivo –এর নাম। সম্প্রতি দেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে এই মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানিটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি দেশের বাজারে Vivo –এর তরফে V50e লঞ্চ করা হয়েছে।
ভিভোর এই নতুন ফোনটিতে মিলবে কার্ভড ডিসপ্লে। প্রদান করা হয়েছে 50 MP –এর আকর্ষণীয় ফ্রন্ট ক্যামেরা। একইসঙ্গে পাওয়া যাবে একটি 5600 mAh ব্যাটারির সুবিধাও। Vivo V50e –এর দাম: ভিভোর এই ফোনটির মোট দুটি ভ্যারিয়েন্ট কেনার সুবিধা পাওয়া যাবে।
প্রথমটি 8GB+128GB এবং অপরটি 8GB+256GB । এর মধ্যে 8GB র্যাম ও 128GB রমের ভ্যারিয়েন্টটি কেনার খরচ পড়বে 28,999 টাকা। অপরদিকে আরও পাওয়ারফুল স্টোরেজের সুবিধা সহ ভ্যারিয়েন্টটির দাম করা হয়েছে 30,999 টাকা।
এই স্মার্টফোনটিতে স্যাফায়ার ব্লু এবং পার্ল হোয়াইট রঙের বিকল্পের সুবিধা পাওয়া যাবে। অ্যামাজন, ফ্লিপকার্ট ছাড়াও Vivo India –এর অনলাইন স্টোরে এই ফোনটি কেনার সুবিধা পাবেন গ্রাহকরা। 17 এপ্রিল থেকে এই ফোনটির বিক্রি শুরু হতে চলেছে। লঞ্চের সময়ে একাধিক অফারের সুবিধাও মিলবে।
Vivo V50e –এর স্পেসিফিকেশন: ভিভোর এই নতুন মোবাইল ফোনটিতে একটি 6.77 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের সুবিধা পাওয়া যেতে চলেছে। এটির কার্ভড অ্যামোলেড ডিসপ্লেটি 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেটের সুবিধা অফার করবে।
একইসঙ্গে ডিসপ্লেটির প্রোটেকশনের জন্য প্রদান করা হয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাসের কোটিং।ফোনটিতে ভিভোর পক্ষ থেকে প্রদান করা হয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট। এই প্রসেসরটিকে একটি 8GB র্যামের সঙ্গে যুক্ত করা হয়েছে।
স্মার্টফোনটিতে 128 GB ও 256 GB স্টোরেজের বিকল্প পাওয়া যাবে। এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। একইসঙ্গে প্রদান করা হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সুবিধাও।
রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে একটি 50 MP –এর মেন ক্যামেরা ও 8 MP –এর আলট্রা ওয়াইড লেন্স। তবে চমক রয়েছে ফ্রন্ট ক্যামেরায়। এই ফোনটির সামনের দিকে রয়েছে একটি 50 MP সেলফি ক্যামেরা। মিলবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনন্সরের সুবিধাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।