Advertisement
কাস্টমসের ৪৮৫ রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস হাউজ ও বন্ড কমিশনারেটগুলোতে পদায়ন কর্মকর্তাদের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া অন্য সব দপ্তর হতে পদায়ন কর্মকর্তারা ৬ অক্টোবরের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। পদায়নকৃত স্থলে যোগদান ও অবমুক্তের অনুলিপি এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠাতে হবে।
এর আগে ৩ দফায় মোট ৭৩৭ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।