সাইকেল চালাতে গিয়ে যা করলো গরিলা

গরিলা

জুমবাংলা ডেস্ক : গরিলাকে কখনো সাইকেল চালাতে দেখেছেন? দেখেননি হয়তো। তবে এবার অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দৈত্যাকার এক গরিলাকে দেখা গেছে এই ‘অসাধ্য’ সাধন করতে। শুধু তাই নয়, চালানোর সময় সাইকেল থেকে পড়ে গিয়ে সেটি ছুঁড়েও মারে ওই গরিলা, যা দেখে হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।

গরিলা

বুধবার (৮ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রলালয়ের কূটনৈতিক শাখার (আইএফএস) একজন কর্মকর্তা ‘স্টুপিড সাইকেল’ ক্যাপশন দিয়ে টুইটারে গরিলার সাইকেল চালানোর ওই ভিডিওটি প্রকাশ করেন। যা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর বরাত দিয়ে শুক্রবার (১০ জুন) এ সংক্রান্ত খবর প্রকাশ করে এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মনের আনন্দে মাঠের মধ্যে সাইকেল চালাচ্ছে একটি গরিলা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সে। এখানেই শেষ নয়। পড়ে যাওয়ার পর রেগে গিয়ে সাইকেলটি উঁচু করে ধরে ছুঁড়ে ফেলে দিতেও দেখা যায় তাকে।

ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি মানুষ মজার এই ভিডিওটি দেখেছেন। টুইটারে আইএফএস কর্মকর্তা সম্রাট গৌড়ার ওই পোস্টের নিচে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।

একজন লিখেছেন, ‘আসুন আমরা সবাই মিলে গরিলাটিকে একটি সাইকেল উপহার দিই।’ অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘গরিলাকে সাইকেল চালানো শেখানোর জন্য একজন ভালো ট্রেইনার দরকার।’ যদিও মজার এ ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।