ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, যেখানে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের দিকে ধেয়ে আসছে আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পাকিস্তান উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে নিরাপত্তা বিবেচনায় উপকূলীয় অঞ্চলে নেওয়া হচ্ছে নানা সতর্কতামূলক পদক্ষেপ।

এনডিভির প্রতিবেদনে জানা যায়, গুজরাটের উপকূলীয় এলাকার প্রায় ৩৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তানের সিন্ধু প্রদেশেও তাণ্ডব চালাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে দেশটি। জারি করা হয়েছে সতর্কতা।

ঘূর্ণিঝড়টি বর্তমানে পোরবন্দর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি কচ্ছ জেলার জাখাউ বন্দরের কাছে স্থলভাগে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

ফাইল ছবি

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি দলকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। এ ছাড়া ত্রাণ সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠকে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। অমিত শাহ রাজ্য সরকারকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করতে এবং এই অঞ্চলগুলোতে বিদ্যুৎ, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং খাবার পানীয়সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু রাখা নিশ্চিত করতে বলেছেন।

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের উপকূলীয় অংশে প্রবল বাতাসের সাথে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড়ের জেরে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত উত্তর গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আওরঙ্গজেবের ছবি থাকায় গ্রেপ্তার