আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের সৈকতে আছড়ে পড়েছে (ল্যান্ডফল) ঘূর্ণিঝড় ফিঞ্জাল। এটি তামিলনাড়ুর পুদুচেরি উপকূলের স্থলভাগ অতিক্রম শুরু করেছে। ভারতের আবহাওয়া অফিসের (আইএমডি) বরাতে এনডিটিভি জানাচ্ছে, উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টি ৩-৪ ঘণ্টা সময় নেবে।

ফিঞ্জালের প্রভাবে চেন্নাই ও উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
সমুদ্রও ফুঁসে উঠেছে। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এরই মধ্যে রবিবার ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড় ফিঞ্জালের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কিলোমিটার। এর প্রভাবে রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। জারি করা হয়েছে সতর্কতা।
এর আগে, গত শুক্রবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ফিঞ্জাল। এর প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় চলছে ভারী বৃষ্টি। চেন্নাই শহরের বহু অংশ পানিতে তলিয়ে গেছে। বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরের বেশ কিছু অংশে লোডশেডিং হয়েছে। এটিএমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
উপকূলের মানুষদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পর্যটকদের আগেই সতর্ক করে দিয়েছে প্রশাসন। শনিবার সকাল থেকে সৈকতে মাইকিং করে সতর্ক করেছে প্রশাসন।
চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টুতে সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ আগেই দিয়েছে তামিলনাড়ু সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



