ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই নিথর যুবক!

আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ে সিএনজি স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফারুক হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

নিহত ফারুক হোসেন(৫০) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি নিজেই মাইক্রোবাসের মালিক ও চালক।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এই দূর্ঘটনা ঘটে।

ধামরাই থানা পুলিশ জানায়, ফারুক হোসেন নামে ওই ব্যক্তি নিজের মালিকানাধীন মাইক্রোবাসটি নিজেই চালিয়ে ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পিছনে দাড়িয়ে থাকে। সে সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং একজন আহত হন।

নিহত ফারুক হোসেনের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত, আপনাদের পরে বিস্তারিত জানাতে পারবো।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, গাড়িতে গ্যাস নেওয়ার সময় ওই গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি গাড়ির এলপিজি সিলিন্ডারকে সিএনজি সিলিন্ডারে রুপান্তর করেন ফারুক হোসেন। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।