‌‌‌‌’ঢাকের তালে কোমর দোলে‌‌‌‌’, গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন সুন্দরী যুবতী

ড্যান্স

লাইফস্টাইল ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন।

ড্যান্স

ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, সোনামিকা পুজোর আগেই ঢাকের তালে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে।

পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি সোনামিকা নিজের ১১ মাস আগেকার একটি নাচের ভিডিওর সূত্র ধরে পুনরায় চর্চার আলোয় উঠে এসেছেন সোশ্যাল মিডিয়ার পাতায় নেটজনতার একাংশের মাঝে। সামনেই দুর্গাপুজো। পুজো বাঙালির কাছে আবেগ।

এবার সেই আবেগেই খোঁচা দিলেন সোনামিকা। পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় ভসান ডান্স। দশমীর দিন মায়ের চলে যাওয়ার মনখারাপকে সাথে নিয়েও মানুষ আনন্দ করেন পরের বছরে আগমনীর আশায়।

Dhaker Tale Komor Dole Dance |  Durga Puja Dance | UBIRUNGIA | Dhaker Tale Dance | Bisorjon Dance

আর সেই সূত্র ধরেই সোনামিকার ১১ মাস আগেকার শেয়ার করা এই নাচের ভিডিওটি আবারও চর্চায় উঠে এসেছে। দেব-শুভশ্রী অভিনীত ‘পরান যায় জ্বলিয়া রে’এর হিট গান ‘ঢাকের তালে’ই নেটিজেনদের মন মাতিয়েছেন সোনামিকা।

সপ্তাহ শেষে যত কোটি আয় করল ‘ব্রহ্মাস্ত্র’

নিজের এই ভিডিওটির সূত্র ধরেই প্রায় দু’লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। আপাতত তার এই পুরনো নাচের ভিডিওই তাকে আবারো প্রশংসা এনে দিয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে।