আলোচিত গানটি কেন বাদ দেওয়া হয়েছিল

Song

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর। দীর্ঘ ৮ বছর পর তাকে নিয়ে ‘দেবারা’ সিনেমা নির্মাণ করেছেন কোরাতলা শিবা। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

Song

গত ২৭ সেপ্টেম্বর বিশ্বের ৭ হাজার ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেবারা’। মুক্তির আগে থেকেই ঢের আলোচনায় ছিল এটি। বিশেষ করে সিনেমাটিতে ব্যবহৃত ‘দাবুড়ি’ গানটি নজর কাড়ে। কিন্তু মুক্তির পর প্রেক্ষাগৃহে গিয়ে হতাশ হন দর্শকরা। কারণ থিয়েট্রিক্যাল ভার্সন থেকে গানটি বাদ দেওয়া হয়েছিল। ভক্তদের অনুরোধে মুক্তির এক সপ্তাহ পর ফের সিনেমাটিতে গানটি যুক্ত করেন নির্মাতারা। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

কী কারণে গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সংশ্লিষ্টরা? এ প্রশ্নের উত্তর দিয়েছেন জুনিয়র এনটিআর। কারণ ব্যাখ্যা এ নায়ক বলেন, ‘আমাদের মনে হয়েছিল, গুরুগম্ভীর গল্পে ছন্দপতন ঘটবে। গানটি সেই ছন্দপতনের কারণ হবে। গল্পটির বর্ণনার গতিকেও এ গান থামিয়ে দেবে। আমরা যখন গল্প বলছি, তখন গান ব্যবহার করে এর নির্যাসকে নষ্ট করতে চাইনি।’

Daavudi - दावूदी Video Song | Devara | NTR | Janhvi Kapoor | Koratala Siva | Anirudh | 27th Sep

‘দেবারা’ সিনেমা নির্মাণে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন নির্মাতারা। সিনেমাটির ভিএফএক্সের জন্য অনেক ব্যয় হয়েছে। এর আগে নিউজ১৮ জানিয়েছিল, ‘দেবারা’ সিনেমার ভিএফএক্স-এর জন্য ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি) ব্যয় করা হবে। বিশাল বাজেটের ৩৩ শতাংশ এ বাবদ ব্যয় করছেন নির্মাতারা।

ভিসা ছাড়াই প্রবেশে সুখবর দিলো কানাডার সরকার

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।