জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব দাবির মধ্যে রয়েছে:
- ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা প্রদান,
- জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন,
- প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের অনুমোদন।
দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল মসজিদের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। কোনো আশ্বাস বা প্রতিশ্রুতিতেও তারা ক্যাম্পাসে ফিরতে নারাজ।
শিক্ষকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শুধু শিক্ষার্থীরাই নন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন জানিয়েছেন, সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি পূরণ না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।”
পুলিশের বাধায় কাকরাইল মোড়ে অবস্থান
এর আগে, বুধবার সকালে তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পুলিশের বাধার মুখে তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন। এসময় ছাত্র-শিক্ষকদের সম্মিলিত অংশগ্রহণে রাজপথ সরব হয়ে ওঠে।
শিক্ষার্থীদের অবস্থান স্পষ্ট
শিক্ষার্থীরা বলছেন, “যেহেতু রাজপথে নেমেছি, দাবি আদায় না করে ক্যাম্পাসে ফিরবো না। কোনো প্রতিশ্রুতিতে আমরা পিছপা হবো না।” তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।