দেবীর জন্য অঝোরে কাঁদলেন বিপাশা

বিপাশা

বিনোদন ডেস্ক : গত বছর বলিউডের তারকা দম্পতি বিপাশা বসু ও করণ গ্রোভারের ঘরে জন্ম হয়েছে তাদের একমাত্র সন্তান দেবী। এই কিছুদিন আগেই দেবীর মুখেভাত দিয়েছেন বিপাশা-করণ। লাল বেনারসীতে পরীর মতো দেখাচ্ছিল ছোট্ট দেবীকে। কিন্তু তখনও নেটিজেনরা জানতেন না, ইতিমধ্যেই জীবনের জন্য কতটা লড়াই করতে হয়েছে এই সোনা মনিকে। জানতেন না, মা হয়ে কতটা লড়তে হয়েছে বিপাশাকে।

বিপাশা

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ ইন্টারভিউতে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথন করেছেন বিপাশা বসু। সেইখানেই মেয়ে দেবীর স্বাস্থের কথা জানান অভিনেত্রী। এর পর কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা। তিনি বলেছেন, দেবীর জন্মের তিন দিনের দিন জানা গিয়েছিল তার হৃদযন্ত্রে দুটি ছিদ্র রয়েছে। চিকিৎসক তখন পরামর্শ দিয়েছিলেন একটু অপেক্ষা করতে। প্রত্যেক মাসেই স্ক্যান করে দেখতে বলা হয়েছিল, দেবীর হৃদযন্ত্রের ছিদ্র নিজে থেকেই বন্ধ হয়ে যায় কি না।

বিপাশা আরো বলেন, ওইটুকু বাচ্চাকে সার্জারি করানো যায়! সেইসময় খুব কষ্ট হয়েছিল, বোঝা মনে হয়েছিল, বিরুদ্ধ মত এসেছিল মনে। দেবীর জন্মের প্রথম ও দ্বিতীয় মাসে স্ক্যান করে দেখা হয়েছে। তৃতীয় মাসে আমি প্রায় সকল চিকিৎসক এবং সার্জেনদের সঙ্গে কথা বলেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে দেবীকে সুস্থ করতেই হবে এবং দেবী সুস্থ হবেই। সঠিক সময়ে, সঠিক জায়গায় অপারেশন করানো জরুরি। ওর বয়স যখন তিন মাস, তখন ওপেন হার্ট সার্জারি হয়। করণ ওই সময় দেবীকে আইসিউতে দেখে একেবারে ভেঙে পড়েছিল। চারদিকে মনিটর, এবং ড্রেসিং করা বুকে আমার মেয়ে হিরোর মতো শুয়ে ছিল। দেবী সাহসী মনের এবং শক্তিশালী।’

মেয়েদের সাথে কথা বলার সময় বিষয়গুলো মাথায় রাখবেন

বিপাশা বলেন দেবীর ছয় ঘন্টা ধরে অস্ত্রোপচার করানো হয়। দেবী যখন অপারেশন থিয়েটারে তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই, দেবী এখন ঠিক আছে।