ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বড় অংশই উত্তীর্ণ হতে পারেননি। প্রায় ৯২ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছেন এবং প্রায় ৪ শতাংশ পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করে। ফলাফল অনুযায়ী, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন।
পরীক্ষায় মোট ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ৭ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ প্রায় ৯২ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। এ ছাড়া অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অনিয়মের কারণে ৪ হাজার ২৭৮ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪ দশমিক ১৯ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে পাস করেছেন ৭ হাজার ২১২ জন, মানবিক শাখা থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন শিক্ষার্থী। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটক নম্বর থেকে DU SCI লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীদের জন্য ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৩ ফেব্রুয়ারি জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


