বিনোদন ডেস্ক : ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও।
উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে। এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে। সম্প্রতি এই মঞ্চে উপস্থিত ছিল ‘কিশমিশ’এর টিম। আর এই দিনেই ‘তুই বলবো না তুমি’র ট্রেন্ডে গা ভাসালেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি ছবির নায়িকার সাথেও র্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে দাদাকে।
গত শুক্রবার ২৯’শে এপ্রিল মুক্তি পেয়েছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’। ইতিমধ্যেই যা নজর কেড়েছে দর্শকদেরও। এই তারকা জুটির একসাথে এটি ষষ্ঠ ছবি। বড়পর্দার পাশাপাশি বাস্তবেও এই দুই তারকাকে একসাথে দেখতে পছন্দ করেন সকলেই।
সম্প্রতি নিজেদের ছবির প্রচারে দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিল ‘কিশমিশ’এর গোটা টিম। সেখানেই ছবির নায়িকা রুক্মিণী মৈত্রর অনুরোধে তার সাথে দাদাগিরির মঞ্চেই র্যাম্পে হাঁটলেন স্বয়ং দাদা। সম্প্রতি সেই ভিডিওই শেয়ার করে নেওয়া হয়েছে জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে। সেই ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার করে নিয়েছেন ছবির নায়ক দেবও, যা পছন্দ করেছেন সকল নেটিজেনরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।