বিনোদন ডেস্ক: আগামীকাল সম্প্রচারিত হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি গ্র্যান্ড ফিনালে’ (Dadagiri Grand Finale)। জনপ্রিয় এই শোয়ের চলতি সিজন শেষ হওয়ার খবরে মন খারাপ দর্শকদের। যদিও সেই জায়গায় দেখা যাবে ‘সারেগামাপা’। প্রথম সিজন থেকেই ‘দাদাগিরি’র জনপ্রিয়তা নজরকাড়া। ছোট পর্দার দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানই এবছরের জন্য শেষ হতে চলেছে। সদ্যই জানা গিয়েছে, ‘দাদাগিরি গ্র্যান্ড ফিনালে’তে নিজেদের ছবির প্রচারে হাজির থাকতে চলেছেন টলিউডের দুই নামী তারকা।
সদ্য়ই জানা গিয়েছে যে, বাংলার একঝাঁক তারকা উপস্থিত থাকতে চলেছেন ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালেতে। শুধু ছোট পর্দার একঝাঁক তারকাই নন, সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সঙ্গে মঞ্চ মাতাতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prosenjit Chatterjee)। আর এবার নাম জানা গেল আরও দুই তারকার। মনে করা হচ্ছে, তাঁরা মূলত উপস্থিত থাকবেন নিজেদের ছবির প্রচারে। এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানান হয়েছে যে, ‘দাদাগিরিতে ভালোবাসার মরসুম। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবং অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।’ প্রসঙ্গত, গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ভালোবাসার ছবি ‘এক্স = প্রেম’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। সিনেমা হলে বেশ ভালোই ব্যবসা শুরু করেছে এই ছবি।
পাশাপাশি, ‘দাদাগিরি সিজন ৯’-এর গ্র্যান্ড ফিনালেতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে মঞ্চে ডান্স পারফর্ম করতে দেখা যাবে ডোনা গাঙ্গুলিকে। সাম্প্রতিককালে যে ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে, তাতে দেখা যাচ্ছে বিশেষ অতিথি হিসেবে ডোনা গাঙ্গুলিকে মঞ্চে ডেকে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরই ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখোমে তেরি’ গানে কোমর দোলাতে দেখা যাচ্ছে তাঁদের।
সূত্র: এবিপি আনন্দ
মহেশ বাবুর যে ৫ সুপারহিট সিনেমার সামনে ফেল বলিউডের বহু বিগ বাজেটের ফ্লিম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।