বিনোদন ডেস্ক : ওপার বাংলার অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তিনি অভিনয় করেন, আবার তৃণমূলের সংসদ সদস্য হিসেবে বসিরহাটের মানুষদের জন্য কাজও করেন। সামলান ছেলে ঈশানকেও। অর্থাৎ চতুর্মুখী ব্যস্ততা টলিউডের এই সুন্দরী নায়িকার।
তবে শত ব্যস্ততার মাঝেও নিজের শরীরের যত্ন নিতে ভোলেন না নুসরাত জাহান। ছেলে ঈশান পেটে থাকতে তার ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। ছেলে হওয়ার পর ঝটপট সেই ওজন ঝরিয়ে ফেলেন। ৩৪ বছর বয়সী অভিনেত্রী।
বর্তমানে আগের মতোই ছিপছিপে তরুণীর মতো নুসরাত জাহান। অভিনেত্রীর তন্বী চেহারায় যেমন সবাই মুগ্ধ, তেমনই তার সৌন্দর্যের ধারও কম তীক্ষ্ণ নয়।
কাজের প্রয়োজনে মাঠ-ঘাটে চড়া রোদেও ঘুরতে হয় নুসরাতকে। রাজনৈতিক দল তৃণমূলের যেকোনো কর্মসূচিতে তাকে সামনের সারিতে দেখা যায়। এত রোদে ঘুরেও নুসরাতের ত্বকের এই জৌলুসের রহস্য ঠিক কী? অভিনেত্রী নিজেই উন্মোচন করেছেন সেই রহস্য।
নুসরাত তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন ঘরোয়া উপায়ে কীভাবে তিনি ত্বকের যত্ন নেন। নুসরাতের মতো দাগহীন কোমল ত্বক পেতে আপনিও ব্যবহার করতে পারেন তার এই ঘরোয়া ফেসপ্যাকটি।
যেভাবে বানাবেন
টমেটো, আলু এবং পাতিলেবুর টুকরা মিক্সিতে ভালো করে পিষে নিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এবার এই মিশ্রণে মেশান ১ টেবিল চামচ কাঁচা দুধ, ১ চা চামচ হলুদ গুঁড়া এবং ১ টেবিল চামচ বেসন। এরপর মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন।
কিছুক্ষণ রাখুন। শুকিয়ে এলে কাঁচা দুধে ভেজানো তুলা দিয়ে প্যাকটি তুলে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন মেখে নিন। সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করলে আপনিও পেতে পারেন নুসরাত জাহানের মতো জেল্লাদার ত্বক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।