স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সৌদি আরব ও আর্জেন্টিনা। এ ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনসিক। ম্যাচের জটিল পরিস্থিতি শান্ত করবেন তিনি। তবে তিনি নিজেই একবার জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।
২০২০ সালে সময় মাদক ও দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছিলো তাকে। মাঠে ফুটবলারদের কার্ড দেখানো স্লাভকো নিজেই একবার পুলিশের লাল কার্ড দেখেছেন। পরে যেতে হয়েছে আদালত পর্যন্ত। তবে সেসব পাশ কাটিয়ে ফের মাঠে রেফারির দায়িত্বে ফিরেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ সামলিয়ে ফিফা বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন তিনি।
এর আগে ২০২০ সালে বসনিয়ায় ২৬ জন পুরুষ ও ৯ জন মহিলার সাথে গ্রেপ্তার করা হয় স্লাভকোকে। গ্রেপ্তারকৃত ওই নারীরা সবাই কর্মী ছিলেন বলে অভিযোগ পুলিশের। সেই সাথে প্রত্যেকের কাছ থেকে কোকেন পাওয়া গিয়েছিল। যাদের মধ্যে বেশ কয়েক জনের কাছে পিস্তলও ছিলো।
স্লাভকোসহ কয়েকজন কুখ্যাত অপরাধীকে আটকের পর একটি লিখিত বিবৃতি দেয় পুলিশ। তাতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে গিয়ে একটি বাড়ি এবং কয়েকটি গাড়ি থেকে ১৪ প্যাকেট হেরোইন, ১০টি পিস্তল, ১০ হাজার ইউরো, ফোন, ল্যাপটপ ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানায়, দলটি অবৈধভাবে নদীপথে যাতায়াত করত। বসনিয়া হার্জেগোভিনা এবং সার্বিয়া অঞ্চলে বিভিন্ন অবৈধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালাত তারা। আদালতেও তোলা হয়েছিল ফিফার এই রেফারিকেও। তবে মামলা থেকে নিষ্কৃতি পেয়েছিলেন তিনি। পরে এই ঘটনার জন্য বার বার দুঃখপ্রকাশ করেন স্লাভকো।
স্লোভেনিয়ার একাধিক সংবাদমাধ্যম স্লাভকোকে উদ্ধৃত করে খবর প্রকাশ করেছিল। সেখানে এই রেফারি বলেন, অদৃষ্টই আমাকে ওই খামারবাড়িতে নিয়ে গিয়েছিল। আমার নিজের একটি কোম্পানি আছে। একটি ব্যবসায়িক বৈঠকের জন্য বসনিয়া ও হার্জেগোভিনায় গিয়েছিলাম। সেখানে কয়েকজন আমাকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ করেছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করাই ছিল আমার জীবনের অন্যতম বড় ভুল। এর জন্য এখনও লজ্জা হয় আমার। ’
পরে এ মামলায় খালাস পেয়ে ফের রেফারিংয়ে ফিরেন স্লাভকো। বর্তমানে অবস্থান করছেন কাতার বিশ্বকাপে। আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ ছাড়াও আরো বেশ কিছু ম্যাচের দায়িত্ব থাকছে তার কাঁধেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।