বিনোদন ডেস্ক : বছর দু-এক হলো সংসার পেতেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে প্রতিদিনই স্ত্রীর রূপে নতুন করে মুগ্ধ হন বলি তারকা ভিকি কৌশল। কী এমন করেন নায়িকা!
সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে নিজেদের ছবি ভাগ করে নেন ভিক্যাট। সেই ছবির কোনোটিতে ভিকি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন ক্যাটের দিকে। আবার ঘুম ভাঙার পর নায়িকার ছবি দিয়ে লেখেন, ‘সকালে তোমাকে এমন অপরূপ দেখায় কেন?’
ক্যাটরিনার রূপ-রুটিন জানতে আগ্রহী তার অনুরাগীরাও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি নায়িকা তার সকালবেলার রূপ-রুটিন নিয়ে কথা বলেছেন।
অভিনেত্রীর মতে, সকালের যত্নের ওপর নির্ভর করে ত্বকের অবস্থা কেমন থাকবে। ত্বক ভালো রাখতে সকালের রূপচর্চায় নজর দেয়া অত্যন্ত জরুরি। নায়িকা শুধু এটা বিশ্বাসই করেন না, মেনেও চলেন।
সামান্য গরম পানি পান করে প্রতিদিন সকাল শুরু হয় ক্যাটরিনার। কিছুক্ষণ পর নায়িকা খান সেলেরি পাতার রস। তারপর ‘ফেসিয়াল অয়েল’ দিয়ে ত্বক ম্যাসাজ করেন। পেশার কারণে অভিনেতাদের মেকআপ করতেই হয়। কিন্তু শুটিং না থাকলে মেকআপ থেকে দূরে থাকেন এই নায়িকা। ক্যাটরিনার ত্বক অত্যন্ত মসৃণ। নিয়ম করে ত্বকে বরফ ঘষলেই এমনটা সম্ভব বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া শুধু বাহ্যিক যত্ন নয়, ত্বক ভালো রাখার ক্ষেত্রে কী খাচ্ছেন, সেটাও জরুরি। ব্যস্ততা থাকুক কিংবা না থাকুক, ঘড়ি ধরে সকালের খাবার খান ক্যাটরিনা। প্রায় দিনই নায়িকার সকালের খাবারে থাকে ইডলি। সেইসঙ্গে এক বাটি দই। ক্যাটরিনার ডায়েটে তেল-মসলার কোনো জায়গা নেই।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel