‘দাইয়া দাইয়া দাইয়া রে’ গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললো সুন্দরী যুবতী

সুন্দরী যুবতী

বিনোদন ডেস্ক : ভিডিওটিতে দেখা যাচ্ছে, ববিতা নামের এক সুন্দরী যুবতী হলুদ ড্রেসে বলিউডের এই অন্যতম জনপ্রিয় গানে নিখুঁত স্টেপে ডান্স করছেন। বলিউডের ধারাবাহিকতা ভেঙে বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন একাধিক সাধারণ মানুষ।

সুন্দরী যুবতী

বলিউড কিংবা টলিউডের হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ভারতীয় তরুণ-তরুণীরা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঘাম ঝরানো ডান্সের ভিডিও আপলোড করে সংবাদ শিরোনামে স্থান পেয়েছেন তারা। জানলে অবাক হবেন, এমন অনেক ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে যা ২০ কোটির বেশি উপভোগ করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া মধ্যম তথা ইউটিউবে একটি কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। যা দেখলে রীতিমতো অবাক হবেন আপনিও। কারণ, বলিউডের জনপ্রিয় সিনেমা “দিল কা রিশতা”-তে আলকা ইয়াগনিকের কন্ঠে রীতিমতো ভাইরাল গান তথা “দাইয়া দাইয়া দাইয়া রে” গানটিতে রীতিমতো উষ্ণ ডান্স করেছেন ভারতীয় এক যুবতি।

আমরা আপনাদের বলে রাখি, “দাইয়া দাইয়া দাইয়া রে” গানে অভূতপূর্ব নৃত্য পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউডের সুন্দরী নায়িকা ঐশ্বরিয়া রায়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই যুবতীর ডান্স ভিডিও দেখলে ভুলে যাবেন ঐশ্বর্য রায়ের পারফরম্যান্সকেও।

Daiya Daiya Daiya Re Dance video ; Dil Ka Rishta //Daiya Daiya Song Dance Cover #babitashera27

আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে একটি কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমত ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ববিতা নামের এক সুন্দরী যুবতী হলুদ ড্রেসে বলিউডের এই অন্যতম জনপ্রিয় গানে নিখুঁত স্টেপে ডান্স করছেন।

৫টি গন্ধ মুক্তি দেবে মশার উৎপাত থেকে

তাছাড়া তার মুখের দুষ্টু হাসি তরুণদের হৃদয়ের বিদ্ধ করতেও ছাড়েনি। উল্লেখ্য, অনেকেই ইউটিউবে তার নাচ দেখে রীতিমতো অবাক হয়েছেন এবং তার সাহসের প্রশংসাও করেছেন। আপনারা জানলে অবাক হবেন, ইউটিউবে ভাইরাল হওয়া এই ভিডিওটি এখনও পর্যন্ত ২৭ লাখের বেশি মানুষ উপভোগ করেছে। আমরা আপনাদের বলি, ভিডিওটি দেখলে অবশ্যই আপনিও ওই যুবতীর সাহসের প্রশংসা করবেন।