ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ নাঈম শেখ। সব টুর্নামেন্টেই রান সংগ্রাহকদের তালিকায় উপরের দিকেই থাকেন তিনি। দেশের বাইরেও খেলার সুযোগ এসেছিল তার সামনে। সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএলে) ডাক পেয়েও যাননি তিনি।

আজ রোববার বিপিএলের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম জানান এনপিএলে দল পাওয়ার কথা। সে সময় এনসিএল চলাকালে নিজেদের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আর পারিশ্রমিকের কথা ভেবে নাঈম শেষপর্যন্ত ফিরিয়ে দেন বিদেশি লিগের প্রস্তাব।
তিনি বলেন, ‘ওর সাথে কথা বলছিলাম ওখানকার উইকেট কন্ডিশন কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল, এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলল উইকেট প্রায় একই। নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস ছিল এখানে ধরে রাখবে ফর্ম। নেপালে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’
নাঈম আরো বলেন, ‘বিপিএল শেষে একরকম ডিল ছিল। যখন এনসিএল চারদিনের খেলা চলছে তখন হুট করে এসে বলেছে। ওখানেও তো টি-টোয়েন্টি ক্রিকেট ছিল। লেভেল ম্যাচ করেনি তাই আমি এটা (এনসিএল) বেছে নিয়েছি। বোর্ড বলেছে তুমিই সিদ্ধান্ত নাও, সমস্যা নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


