জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে একদল ডাকাত ঢুকেছে। ডাকাত দলের সদস্যরা ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ব্যাংকটির চারপাশে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ওই ব্যাংকে ডাকাত দলের সদস্যরা ঢুকেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, কেরানীগঞ্জে একটি ব্যাংকের ভেতরে ডাকাতরা অবস্থান করছে— এমন খবরে এলাকাবাসী ভবনটির সামনে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ভবনটি ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাংকের পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত আসার কথা জানানো হয়।
হোলি খেলার অজুহাতে অভিনেত্রীর সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন ও কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি— তাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে। আমরা বুঝিয়ে-শুনিয়ে তাদের আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.