আবির হোসেন সজল : লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতির সময় গভীর রাতে ৫ জন ডাকাতকে লালমনিরহাট সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ সোমবার ২৪ শে ফেব্রুয়ারি বিকাল ৪ টায় আটক ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো—লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম গ্রামের মোঃ আজগর আলী খাঁনের ছেলে মোঃ আব্দুল হামিদ খাঁন (৪৮), ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ গ্রামের মৃত সহিদ পাইকের ছেলে মোঃ লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী হাটু বালুগাঁও গ্রামের মোঃ বুদাই দেওয়ানের ছেলে মোঃ আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ নয়ন সরকার গোপাল (৩৮) ও ঢাকা কেরানীগঞ্জ রুইতপুর, ধর্মসুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে মোঃ আমির হোসেন(৪৮)।
লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারী) গভীর রাতে ডাকাতির প্রস্তুতি কালে জেলা শহরের মিশনমোড়ের সীমান্ত আবাসিক হোটেল হতে তাদের আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছে থেকে ধারালো চাপাতি, ৫টি সুতার মোটা রশি, কাঠের হাতল যুক্ত একটি চেইন, একটি চাকু, বড় কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতের প্রধান আব্দুল হামিদের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও চুরির মামলা ছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরের পর সোমাবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।