জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় লাভলী নামে এক নারী ডাকাতকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে সাত-আট জনের একদল সহস্র ডাকাত কাহিন্দি গ্রামের ইলুমদি রাস্তায় অটোরিকশায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া দেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বিল্লাল ডাকাত ও তাদের সহযোগী লাভলী জনতার হাতে ধরা পড়ে।
বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। এ সময় তার সহযোগী লাভলী আত্মরক্ষার জন্য একটি খালে ঝাঁপ দেয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও আহত লাভলীকে উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কমমূল্যে এক দুর্ধর্ষ স্মার্টফোন Motorola Edge 50 Neo, জানুন দাম ও ফিচার
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম সময় সংবাদকে বলেন, ‘নিহত বিল্লাল হাইজাদী এলাকার বাসিন্দা ও পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় আটক নারী লাভলীকে আসামি করে আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।