দেখতে হুবহু বাঁদরের মুখের মত, রইল এই আশ্চর্য ফুলের পরিচয়

বাঁদরের মুখের মত

লাইফস্টাইল ডেস্ক : দেখতে অনেকটা বাঁদরের মুখের মত। আর তা যখন ফোটে তখন তার গন্ধ কোনও ফুলের মত নয় বরং একটি অতিপরিচিত ফলের মত হয়। একটা ফুল ফুটলে তার মধ্যে একটি চেনা প্রাণির মুখ ফুটে ওঠে। অনেকটা বাঁদরের মত মুখ। যা দেখে অনেকেই অবাক হয়ে যেতে পারেন। কুঁড়ি থেকে ফোটা একটি ফুলকে এমন বাঁদরের মুখের মত দেখতে।

বাঁদরের মুখের মত

একটি প্রাণির চেহারা ফুলের মধ্যে! কিন্তু সেটাই এই ফুলটির বিশেষত্ব। যা তাকে অন্য সব ফুল থেকে আলাদা করেছে। যদিও শুধু ফুল না বলাই ভাল। এটি একপ্রকার অর্কিড।

বাঁদরের মুখের কথা মাথায় রেখে এর নামই ‘মাঙ্কি ফেসড অর্কিড’। তবে শুধু দেখতে বলেই নয়, এই অর্কিডের গন্ধও মানুষকে হতবাক করে দিতে পারে।

একটি ফুল ফোটার পর তা থেকে ভুরভুর করে বার হয় গন্ধ। তবে কোনও ফুলের গন্ধ নয়। একটি পরিচিত ফলের গন্ধ। ফুলটি থেকে পাকা কমলা লেবুর গন্ধ বার হতে থাকে। এটাই ফুলটির গন্ধ।

এই ফুল কিন্তু বিশ্বের যে কোনও জায়গায় গেলেই পাওয়া যায়না। পাওয়া যায় দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডরে। রংবাহারি এই অর্কিড ঠিক সমতলে হয়না। হয় সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উপরে।

সুখবর দিলেন কেলি ক্লার্কসন

একে বৈজ্ঞানিকরা ‘ড্রাকুলা সিমিয়া’ নামে চেনেন। তবে ড্রাকুলা থাকলেও ফুলটি কিন্তু বাঁদরের মুখের মতই। পাপড়ি মেলে ধরলেই তা থেকে বাঁদরের মুখ স্পষ্ট ফুটে ওঠে। যা দেখার পর অনেকেই হতবাক হয়ে কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারেননা।