দেখতে হুবহু সুশান্তের মতো, নেট দুনিয়ায় ঝড় তুললো এই যুবক

Sushant Singh

বিনোদন ডেস্ক : নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি নতুন মুখ; নাম ডমিন আয়ান। এ তরুণ ভাইরাল হওয়ার মূল কারণ – তিনি দেখতে অবিকল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো।

Sushant Singh

২০২০ সালের জুন মাসে নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্তকে। মৃত্যুর প্রায় ৩ বছর পর অবিকল সুশান্তের মতো দেখতে আয়ানকে দেখে রীতিমতো আবেগি হয়ে পড়েছেন সুশান্ত ভক্তরা।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আয়ানের রিল, ভিডিও ও ছবি দেখে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছেন না অনেকে। কেউ তার ভিডিওতে দিচ্ছেন ভালোবাসার রিয়েকশন, আবার কেউ কমেন্ট বক্সে তুলেছেন নিন্দার ঝড়।

আয়ানের ভিডিওর কমেন্ট বক্সে অনেকে নিন্দা করে লিখেছেন, এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিডিওতে এমন ধোঁকা দেয়া হচ্ছে সুশান্ত ভক্তদের। পুরো ভুয়া কাজের জন্য আপনার লজ্জা হওয়া উচিত।

ড. ইউনূসকে চিঠি দিলেন বারাক ওবামা

নিন্দার ঝড় যতই উঠুক, আয়ানের পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দর্শকদের ভিউ ছাড়িয়ে গেছে ২৪ মিলিয়নের ওপরে। ছবি আর ভিডিও মুহূর্তেই ভাইরাল হওয়ায় নেট দুনিয়ায় পরিচিত আর জনপ্রিয় হয়ে উঠেছেন সুশান্তরূপী ডমিন আয়ান।