বিনোদন ডেস্ক : চার বছর বয়স থেকে অভিনয় জগতে কাজ শুরু। শিশু অভিনেতা হিসাবে বড় পর্দায় অভিনয় করলেও আশি ও নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন বলিউডের ‘চাঁদনি’।
শুধু হিন্দি সিনেমাতেই নয়, দক্ষিণী সিনেমায় তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড় বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। নামের সঙ্গেও অভিনেত্রীর রূপ নজরে আসার মতোই। দেবীর মতোই মুখের গড়ন ছিল তাঁর। চোখে-মুখে সর্বদাই যেন এক অদ্ভুত মায়া।
দর্শক জাহ্নবী ও খুশির মধ্যেও তাঁদের মায়ের ছাপ খুঁজে পাওয়ার চেষ্টা করতেন। কিন্তু, শ্রীদেবী-কন্যাদের সঙ্গে মায়ের কোনও রকম সদৃশ্য নেই। তবে, শ্রীদেবীর অনুরাগীরা আশাহত হননি। সিনেমাপাড়ায় এমন এক জন অভিনেত্রী ছিলেন যিনি অবিকল শ্রীদেবীর মতোই দেখতে। তিনি আবার শ্রীদেবীর নিকট আত্মীয়া।
ইনি হলেন মহেশ্বরী। সম্পর্কে তিনি শ্রীদেবীর নিজের বোনের মেয়ে। এক সময় দক্ষিণী সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তামিল ও তেলুগু সিনেমা জগতের বহু প্রখ্যাত অভিনেতা জগপথি বাবু, রবি তেজা, প্রভু দেবা, বিক্রম, অজিত কুমার-সহ অনেকের সঙ্গেই বড়পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
‘করুথথাম্মা’, ‘পেল্লি’, ‘গুলাবি’, ‘উল্লাসম’-এর মতো ছবিতে মূল চরিত্রে মহেশ্বরী অভিনয় করেছিলেন যা বক্স অফিস থেকে প্রচুর উপার্জন করে। ১৭ বছর বয়সে বড়পর্দায় প্রথম পদার্পণ করলেও বিয়ে করার পর তামিল ও তেলুগু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় শুরু করেন মহেশ্বরী।
কিন্তু ছোটপর্দায় খুব বেশি দিন কাজ করেননি অভিনেত্রী। তাঁর স্বামী হায়দরাবাদের একটি সফটওয়্যার সংস্থার মালিক। ফলে, কর্মসূত্রে তাঁকে হায়দরাবাদেই থিতু হতে হয়। তাই অভিনয় জগৎ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন মহেশ্বরী। হায়দরাবাদেই তিনি ফ্যাশন ডিজাইনিং-এর একটি দোকান খোলেন।
অবশ্য পেশাগত এই পরিবর্তনের সময় শ্রীদেবী তাঁকে ভীষণ উৎসাহ দিয়েছিলেন। এমনকি, শ্রীদেবী তাঁর দোকান উদ্বোধনও করেছিলেন। শ্রীদেবীকে মাঝেমধ্যেই তাঁর বোনঝির ডিজাইন করা পোশাক পরে থাকতে দেখা যেত। ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করার সময়ও অভিনেত্রী মহেশ্বরীর ডিজাইন করা শাড়ি পরেছিলেন।
এখন অবশ্য শ্রীদেবীর নয় বরং শ্রীদেবী-কন্যাদের পোশাক ডিজাইন করেন মহেশ্বরী। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাহ্নবী ও খুশিকে তাঁর ডিজাইন করা পোশাক পরে দেখা যায়। তবে, যাঁর সঙ্গে শ্রীদেবীর এত মিল, তিনি বর্তমানে পর্দার আড়ালেই রয়েছেন। এখনও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলে জাহ্নবী ও খুশিকে টেক্কা দিতে পারতেন বলে অনুমান অনেকেরই।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel