ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১০ই সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। তিনি জানান, মোজাফফর হোসেনকে সদর মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।
এর আগে, গত মঙ্গলবার (৯ই আগস্ট) সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে প্রার্থীদের ব্যালট নম্বরও উল্লেখ করা হয়েছিল। সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক প্রার্থীর প্রতি সমর্থন জানানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
যদিও পরে কয়েক ঘণ্টার ব্যবধানে পোস্টটি মুছে ফেলেন ওসি মোজাফফর, তবু বিতর্ক থামেনি। এক পর্যায়ে নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি করেন তিনি। তার ভাষ্য, আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে বিভ্রান্তিকর রাজনৈতিক পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।