আন্তর্জাতিক ডেস্ক : বাড়ির বাইরে গেলে ভরসা রেস্তোরাঁর খাবারই। অনেকেই ফুটপাথের হোটেলের খাবার খান না, কারণ সেখানে স্বাস্থ্যবিধি বা পরিচ্ছন্নতা মেনে চলা হয় না। খরচ বেশি হলেও সকলে পছন্দ করেন নামী-দামি রেস্তোরাঁয় খেতে। কিন্তু সেই বড় রেস্তোরাঁর খাবারেও পাওয়া গেল মরা ইঁদুর।
ভারতের মুম্বাইয়ে ‘বারবেকিউ নেশন’ নামে রেস্তোরাঁ চেইনের এই শাখায় ঘটনাটি ঘটেছে।
উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা রাজীব শুক্লা। গত সপ্তাহে তিনি মুম্বাই গিয়েছিলেন। বাইরে গিয়ে কী খাবেন, তাই নামকরা ‘বারবেকিউ নেশন’ রেস্তোরাঁ চেইনের ওরলি শাখা থেকে নিরামিষ থালি অর্ডার করেছিলেন। ভাত, রুটি, ডাল, সবজি, মিষ্টি এসেছিল ওই থালিতে। কিন্তু খাবার কিছুটা খেতেই নাকে এসেছিল বোঁটকা গন্ধ। ডালের বাটি একটু নাড়তেই আঁতকে উঠলেন ওই ব্যক্তি। ভিতরে মাংস! তাও আবার আস্ত একটা ইঁদুর।
্এই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। শুরু হয় বমি-ডায়রিয়া। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তিন দিন হাপাতালে থাকার পর সুস্থ হয়েই তিনি থানায় ওই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ জানান। দেশটির খাদ্য সুরক্ষা দপ্তরেও অভিযোগ জানিয়েছেন তিনি।
এদিকে অভিযুক্ত রেস্তোরাঁটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা জনাব রাজীব শুক্লার কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি যে তিনি আমাদের একটি আউটলেট থেকে ৮ জানুয়ারী অর্ডার দিয়েছিলেন এমন খাবারে ইঁদুর পাওয়া গেছে। আমরা আমাদের অভ্যন্তরীণ তদন্ত করেছি এবং এই ধরনের কোন ত্রুটি খুঁজে পাইনি। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আউটলেট পরিদর্শন করেছে এবং অভিযোগের মতো কোনো আলামত পাইনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।