ডালিমের কিছু যাদুকরী উপকারিতা

পাকা ডালিম

লাইফস্টাইল ডেস্ক: ডালিম বা বেদানা। আমাদের সবার পচ্ছন্দের ফলের তালিকায় এর নাম রয়েছে। আমরা প্রায়ই ডালিম বা বেদানা খেয়ে থাকি তবে এর উপকারিতা অনেকের অজানা।

পাকা ডালিম

চলুন জেনে নেওয়ার যাক ডালিমের কিছু যাদুকরী উপকারের কথা-

এই ডালিম বা বেদানায় এমন কিছু উপাদান রয়েছে, যা আমাদের পেশির শক্তি বাড়ায় এবং এই উপাদান আমাদের চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। একটু বয়স হলেই তার ছাপ চেহারায় পড়তে দেখা যায়। মেয়েদের চেহারায় বয়সের ছাপ পড়ে খুব দ্রুত। তাই মেয়েদের ক্ষেত্রে ডালিম খুবই উপকারী একটি ফল।

ডালিমের রসে উরোলিথিন এর অণু থাকে। এই অণু আমাদের শরীরের মাইক্রোবসের দ্বারা রূপান্তরিত হয় এবং তা আমাদের পেশিকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে পেশির শক্তি বৃদ্ধি পায়।

ছবির এই ছোট্ট শিশুটিই আজ টলিউডের বড় সুপারস্টার

ডালিম ফল ডালিমগাছের পাতা, ছাল, মূল, মূলের ছাল সবই ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া স্কিনের ক্যান্সার প্রতিরোধ করতে, রক্তস্বল্পতা দূর করতে, হাড় ভালো রাখতে ডালিম অনেক উপকারী।