ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন

রুপি ও ডলার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের তুলনায় ভারতের রুপির দাম রেকর্ড পরিমাণ কমে গেছে। ৩১ পয়সা মান হারিয়ে সোমবার ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়িয়েছে ৮০.১৫। এর আগে গত শুক্রবার সর্বশেষ ব্যংকিং কার্যদিবসে ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৭৯.৮৪। খবর দ্য হিন্দুর।

রুপি ও ডলার

বিদেশি বিনিয়োগকারীদের সরে দাঁড়ানো, বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি এবং বিশ্বব্যাপী মন্দার ঝুঁকির কারণে ডলারের বাজারে অস্থিরতায় রুপির দরপতন ঘটছে।

গত দুই বছরে ভারতে বিদেশি তহবিল আসার চেয়ে বাইরে চলে গেছে বেশি। বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সম্পদ থেকে রেকর্ড ২৯ বিলিয়ন ডলার তুলে নিয়েছে।

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন

কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার বিশ্লেষক ক্যারল কং বলছেন, বৈশ্বিক প্রবৃদ্ধির দুর্বল পূর্বাভাসের মধ্যে ডলারের সঙ্গে অন্য কোনো মুদ্রা প্রতিযোগিতায় পেরে উঠছে না। ফলে যুক্তরাষ্ট্রের মুদ্রার দর বাড়ছেই।