জুমবাংলা ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার পতন অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে বাজার খুলতেই ১৬ পয়সা পড়ে ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৮২.৩৩ টাকা।
ডলারের বিপরীতে এই প্রথমবার ৮২ টাকা পেরিয়ে গেল ভারতীয় টাকার দাম। ফলে এই মুহূর্তে সর্বকালের সবচেয়ে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে ভারতীয় টাকার দাম।
অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দার আশঙ্কা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে রেকর্ড পতন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।