আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে আমেরিকার ডলারের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে জাপানের মুদ্রা ইয়েন। গত চার মাসের সাপ্তাহিক দরপতন থেকে এ তথ্য জানা গেছে। জাপানের ব্যবসায়ীরা মনে করছেন, দুই দেশের মধ্যে সুদহারের ব্যবধান কমে আসবে।
ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইয়েনের বিপরীতে ডলার প্রায় দশমিক ৬ শতাংশ কমেছে। জুলাইয়ের পর সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন এটি। অন্যদিকে ডলারের তুলনায় ১ দশমিক ৫ শতাংশেরও বেশি বিনিময় হার বেড়েছে ইউরো ও পাউন্ডের।
বিশ্লেষকেরা বলছেন, নেতিবাচক সুদহার বিলুপ্ত করার জন্য বাজারকে প্রাধান্য দিচ্ছে ব্যাংক অব জাপান। কারণ জাপানের অতি নিম্ন সুদহার এবং আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদহারের মধ্যে বিস্তৃত ব্যবধান রয়েছে, যা ইয়েনকে চাপের মধ্যে রেখেছে।
এদিকে মার্কিন ডলারের বিপরীতে অস্টেলিয়া ও নিউজিল্যান্ড ডলারের বিনিময় হার সাপ্তাহিক ১ দশমিক ৭ এবং ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।