দাম বাড়ালেন শহিদ কাপুর

শহিদ কাপুর

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শহিদ কাপুর। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জার্সি’। বক্স অফিসে এটি ভালো সাড়া ফেলতে না পারলেও শোনা যাচ্ছে পরের সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন এই অভিনেতা।

শহিদ কাপুর

জানা গেছে, ৫ কোটি রুপি পারিশ্রমিক বাড়িয়েছেন শহিদ কাপুর। তার সর্বশেষ সিনেমায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। কিন্তু তার পরবর্তী সিনেমার জন্য ৩৫ কোটি রুপি দাবি করেছেন। তবে নির্মাতারা তার এই দাবিতে রাজি হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখার পর ‘চকোলেট বয়’ তকমা পেয়েছিলেন শহিদ কাপুর। তবে পরবর্তী সময়ে সেই ইমেজ ভেঙে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন। এর কিছু ব্যর্থ হয়েছে আবার বেশ কয়েকটি সিনেমা বক্স অফিস হিটও হয়। বিশেষ করে ‘কবির সিং’ সিনেমার সাফল্য শহিদের অভিনয় কেরিয়ারে নতুন মাত্রা যুক্ত করেছে।

৬ মাসে হাফেজ হলেন ৯ বছরের কিশোর

বর্তমানে এই অভিনেতার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। রাজ ও ডিকে পরিচালিত ‘ফারজি’ সিনেমায় অভিনয় করছেন শহিদ কাপুর। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথমবার দেখা যাবে এই অভিনেতাকে। পাশাপাশি আলী আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হবেন তিনি।