জুমবাংলা ডেস্ক : সরকারি হিসেবে জুলাইয়ের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনেকটাই স্থির নিত্যপণ্যের বাজার। তবে বাজারে সোনালি মুরগির দাম কমলেও, বেড়েছে ব্রয়লার।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ব্রয়লার মুরগির বাজারে যেন আগুন! কেজিপ্রতি এ মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। তবে কিছুটা কমেছে সোনালি মুরগির দাম; ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। আর ১৫৫ থেকে ১৬০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম।
ব্যবসায়ীদের দাবি, বন্যায় প্রচুর মুরগি মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক খামার। ফলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ায় দাম বাড়ছে ডিম ও মুরগির।
আরও পড়ুন: সবজির দাম স্থিতিশীল, চড়া ডিম মুরগির বাজার
এদিকে, একমাসের বেশি সময় ধরে চড়া চালের দর। ব্যবসায়ীদের দাবি, কমতির বিপরীতে মৌসুমের শেষ দিকে এসে কেজিতে এক টাকা বেড়েছে দাম।
অন্যদিকে, কমতির হাওয়ালাগা মাছের বাজারও এখন বাড়তির দিকে। বড় আকারের রুই, কাতলা ও মৃগেল কিনতে কেজিপ্রতি ভোক্তাদের গুনতে হচ্ছে ৪০০-৫০০ টাকা।
ওয়েব সিরিজে বোল্ড দৃশ্যে অভিনয় করে তাক লাগালেন এই অভিনেত্রী
আর ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২২শ থেকে ২৩শ, এক কেজির কাছাকাছি ওজনের ইলিশ ১৭শ থেকে ১৮শ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।