আর মাত্র কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস। তার আগেই ভারতের অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে শুরু হয়েছে বছরের অন্যতম বড় স্মার্টফোন সেল। অ্যাপলের প্রিমিয়াম iPhone থেকে শুরু করে বাজেট স্মার্টফোন—সবেতেই মিলছে নজরকাড়া ছাড়। চলতি সেলে এমন কিছু ডিল সামনে এসেছে, যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা কঠিন ছিল।

ফ্লিপকার্টে iPhone 17-এ বড় ছাড়
ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে নতুন iPhone 17 সিরিজে উল্লেখযোগ্য দাম কমানো হয়েছে। প্ল্যাটফর্মে iPhone 17-এর বেস ভ্যারিয়েন্টের তালিকাভুক্ত দাম প্রায় ৮২,৯০০ টাকা থাকলেও, ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অফারের মাধ্যমে HDFC কার্ড ব্যবহার করলে কার্যকর দাম নেমে আসতে পারে প্রায় ৭৪,৯৯৯ টাকা বা তারও কমে।
এছাড়াও পুরনো মডেল যেমন iPhone 15-এ মিলছে আকর্ষণীয় ছাড়, যা কম বাজেটের ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা এনে দিচ্ছে। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো ফোন বদল করলে চূড়ান্ত দাম আরও কমানো সম্ভব, যা অনেক ক্রেতার কাছেই ফ্লিপকার্টের সেলকে বেশি লাভজনক করে তুলছে।
অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল
ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজনও পিছিয়ে নেই। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর মতো প্রিমিয়াম মডেলগুলোতে মিলছে বড়সড় ছাড়। ব্যাঙ্ক কুপন ও SBI কার্ড ডিসকাউন্ট যোগ করলে iPhone 17 Pro Max-এর কার্যকর দাম প্রায় ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকার কাছাকাছি নেমে আসছে, যেখানে ফোনটির লঞ্চ প্রাইস ছিল প্রায় ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।
এছাড়াও iPhone Air মডেলটি বিভিন্ন অফার মিলিয়ে ১ লাখ টাকার নিচে কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন।
সব মিলিয়ে রিপাবলিক ডে উপলক্ষে চলতি এই সেল স্মার্টফোন কেনার জন্য এক বড় সুযোগ। সীমিত সময়ের জন্য উপলব্ধ এই অফারগুলির কারণে এখনই অনলাইন কেনাকাটায় ঝুঁকছেন বহু ক্রেতা।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

