বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের দুই জনপ্রিয় তারকা ওমর সানী ও মৌসুমী। একসঙ্গে কাজ করতে গিয়েই দুজনার চেনা-জানা। এরপর প্রেম। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন তারা। আজ বিবাহিত জীবনের ২৯ বছরে পা রেখেছেন এ তারকা দম্পতি। প্রায় তিন দশকের সংসারে তাদের ঘরে এসেছে দুই সন্তান, পুত্র ফারদিন ও কন্যা ফাইজা। মৌসুমী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন। সেখানে স্থায়ী হওয়ারও গুঞ্জন রয়েছে। অন্যদিকে সানী ব্যস্ত রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে।
বলা যায় অভিনয়ে দুজনই এখন অনিয়মিত। বিবাহিত জীবন প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘মৌসুমীই আমার জীবনের সব। চলার পথে নানা সময় নানা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও মৌসুমী তার জীবনে সব সময়ই সব ব্যাপারে বেশ ভালোভাবে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে, যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সে একজন নায়িকা হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, সমাজসেবক হিসাবে সফল মানুষ। সর্বোপরি সফল নায়িকা। আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমরা যেন সারাটি জীবন আমাদের দুই সন্তান, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সুখে দুঃখে পার করে দিতে পারি এ দোয়াই চাই।’
মৌসুমী বলেন, ‘আমার জীবনে সানীর ভূমিকা কী এটা যদি অল্প কথায় বলতে হয়, তাহলে খুব অবিচার করা হয়ে যায়। আমার সুন্দর এ জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা মায়ের কাছে, তারপরই সানীর কাছে। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোনো তুলনাই হয় না।
রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের কারও সামনে দেখবেন না
সংসার জীবনে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপর যে মধুর সময় আসে তা যেন জীবনের অন্যতম অংশ। আমৃত্যু যেন আমরা দুজন দুজনার হয়ে থাকতে পারি এ দোয়া চাই।’ উল্লেখ্য, মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেনের ‘সোনার চর’। অন্যদিকে ওমর সানীকে সর্বশেষ মো. ইকবালের ‘ডেডবডি’ সিনেমায় দেখা গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।