দাম্পত্য জীবনের দুই যুগ পেরোলেন তৌকীর-বিপাশা

তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক : ছোটপর্দার একসময়ের অত্যন্ত জনপ্রিয় জুটি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। নব্বইয়ের দশকে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে তাদের একসঙ্গে দেখা যায়। সেই থেকে বন্ধুত্ব। তারপর কাছে আসা, ভালোবাসা, ঘর বাধা। ১৯৯৯ সালের ২৩ জুলাই একে অন্যকে সারাজীবনের জন্য আপন করে নিয়েছিলেন তৌকীর-বিপাশা। রবিবার তাদের দাম্পত্য জীবনের ২৪ বছর পার হলো।

তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত

মেয়ে-জামাইয়ের বিবাহবার্ষিকীতে তৌকীর এবং বিপাশার একটি ছবি ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত। তিনি লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী বিপাশা-তৌকীর। তোমাদের সুন্দর, শান্তির ও স্বস্তির জীবন কামনায়…। আম্মু-আব্বু।’

দীর্ঘ দুই যুগের দাম্পত্য জীবনে তৌকীর-বিপাশার দুই সন্তান। তাদের নিয়ে কয়েক বছর ধরে আমেরিকা প্রবাসী এই তারকা দম্পতি। তৌকীর-বিপাশার বড় সন্তান ছেলে আরীব আহমেদ। সে বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি স্কুলে টুয়েলভ ক্লাসে পড়ছে। মেয়ের নাম আরীষা আহমেদ। সেও নিউইয়র্কের একটি স্কুলে ক্লাস টেন-এ পড়ছে।

২৪ বছর আগে এই দিনে তৌকীর-বিপাশার বিয়েতে দুই পরিবারের পক্ষ থেকে চার হাজার অতিথিকে দাওয়াত দেয়া হয়েছিল। বাড়তি অতিথি হাজির হতে পারে ভেবে এক হাজার মানুষের খাবারের বাড়তি ব্যবস্থা করা হয়েছিল। যা সন্দেহ করা হয়েছিল, হয়েছিলও তাই। সারাদেশ থেকে লোকজন এসেছিল তৌকীর-বিপাশার বিয়েতে।

অঞ্জনার হটনেস পাগল হয়ে উদ্দাম রোমান্সে মাতলেন রবি কিষান

যদিও সব মানুষ খেতে আসেননি সেদিন, এসেছিলেন সে সময়কার অত্যন্ত জনপ্রিয় এ জুটির বিয়ে দেখতে, তৌকীর-বিপাশাকে একনজর দেখতে। বর্তমানে এই দম্পতিকে অভিনয়ে দেখা যায় না। তৌকীর আহমেদ ২০০৪ সাল থেকে চলচ্চিত্র পরিচালনা করছেন। বিপাশা মন দিয়েছেন ছবি আঁকাআঁকিতে।