বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে গেল বছর ডিসেম্বর মাসে শিল্পপতি ভিকি জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। কিন্তু বিয়ের এক বছরের মাথায় অঙ্কিতার দাম্পত্য জীবনে নানা অশান্তির খবর সামনে আসে। সম্প্রতি দাম্পত্য এই কলহ নিয়েই মুখ খুলেছেন অঙ্কিতা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘যে কোনো স্বামী-স্ত্রীর মধ্যেই রাগ অভিমান, ঝগড়া, ছোটখাটো ঝামেলা হওয়াটাই স্বাভাবিক। আমাদের মধ্যেও ঝগড়া হয়, মনোমালিন্য, অশান্তি হয়। তাই সম্পর্কের ক্ষেত্রেই অবশ্যই ধৈর্যশীল হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মধ্যে সেই ধৈর্য বা মানিয়ে নেওয়ার ক্ষমতা একেবারেই ছিল না।’
অভিনেত্রী আরও বলেন, ‘তবে এই বিষয়টা অনেকটাই সামলে নিয়েছে ভিকি। আমাকে সব সময়ই বুঝিয়েছে। রাগ, অভিমান তো থাকবেই। তবে কোনো একটা পর্যায়ে গিয়ে তো থামতে জানতে হয়। সম্পর্কে ভারসাম্য বজায় থাকাটা গুরুত্বপূর্ণ।’
কিছুদিন আগে অঙ্কিতা মা হতে চলেছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে সেসব গুঞ্জন যে একেবারেই ভিত্তিহীন, সেটা স্পষ্ট জানিয়ে দেন অঙ্কিতা।
উল্লেখ্য, রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রানাউত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। এ ছাড়া টাইগার শ্রুফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।