বিনোদন ডেস্ক : ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। পুত্রসন্তানের স্বীকৃতি না দেওয়া, স্ত্রীকে খাবার না দেওয়াসহ অসংখ্য অভিযোগ উঠেছে এই তারকা অভিনেতার বিরুদ্ধে। সব মিলিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে; যা গড়িয়েছে আদালত পর্যন্ত।
এসব বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে আলোচনায় রয়েছেন নওয়াজউদ্দিন। সোশ্যাল মিডিয়ায় দারুণ সমালোচনার মুখে পড়েছেন। এ পরিস্থিতিতে এ অভিনেতা বললেন— ‘আমি এখন সন্ন্যাসী হতে চাই।’
ইন্ডিয়া টিভির সঙ্গে আলাপকালে এ বক্তব্যের ব্যাখ্যা করে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘মানুষ সারা জীবন নিজের জন্য ওকালতি করে। কিন্তু অন্যের ক্ষেত্রে বিচারক হয়ে রায় দেয়। আমি এখন সন্ন্যাসী হতে চাই।’
অভিনেতা না হলে সন্ন্যাসী হতেন নওয়াজউদ্দিন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমি যদি অভিনেতা না হতাম তবে সন্ন্যাসী হতাম। আমি চলে যেতে পারি, আপনি খবর পাবেন। আমি একা বসে ভাবতে ভালোবাসি। আমি লিখি না, শুধু অভিনয় করি। আমি সব জায়গায় খুশি থাকি। আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলেই আমি ভাগ্যবান।’
নওয়াজউদ্দিনের পরবর্তী সিনেমা ‘জোগিরা সারা রা রা’। আগামী ১২ মে মুক্তি পাবে এ সিনেমা। বর্তমানে সিনেমাটির প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন। এ উপলক্ষে সাক্ষাৎকারটি দেন নওয়াজ।
রোমান্টিক-কমেডি ঘরানার ‘জোগিরা সারা রা রা’ সিনেমা পরিচালনা করেছেন কুশান নন্দি। সিনেমাটিতে নেহার বিপরীতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়াও অভিনয় করেছেন— সঞ্জয় মিশ্রা, মহাক্ষয় চক্রবর্তী। আইটেম গানে পারফর্ম করেছেন কিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।