আন্তর্জাতিক ডেস্ক : পরিবার নিয়ে মন্দিরে গিয়েছিল এক যুবক। দানবাক্সে টাকা দেওয়ার সময়ই তার হাত থেকে আইফোন পড়ে যায়। সেই ফোন ফেরত পেতে আরেক কাণ্ড। মন্দির কর্তৃপক্ষ জানাল, একবার কিছু দানবাক্সে পড়লে তা ঈশ্বরের সম্পত্তি হয়ে যায়। সেই জিনিস দাবি করা যায় না।
ঘটনাটি ভারতের তামিলনাড়ুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরের। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই যুবকের নাম দীনেশ। দানবাক্সে আইফোন পড়ে গেলে তিনি তা ফেরত চেয়েছিলেন। কিন্তু মন্দির কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। বলা হয়, দুই মাসে একবার দানবাক্স খোলা হয়।
গত শুক্রবার ছিল মন্দিরের দানবাক্স খোলার দিন। মোবাইল ফেরত পাওয়ার আশায় মন্দিরে হাজির হন দীনেশ। কিন্তু কর্তৃপক্ষের এক কথা, আইফোন এখন দেবতার হয়ে গেছে। তাই ফেরত দেওয়া যাবে না। তবে যুবকের কাকুতি-মিনতির পর তারা জানায়, তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।
বাড়ির ছাদে বাংলা গানে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী বৌদি, ভাইরাল ভিডিও
ঘটনাটি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। কেউ লেখেন, ‘এটা ন্যায়সঙ্গত নয়’। কেউ লেখেন, ‘লোন নিয়ে সেখানে কাগজ রেখে আসব।’ তবে কারো কারো কাছে ঘটনাটি মজারও লেগেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।