ইসলাম মানুষের জীবনের ছোট-বড় প্রতিটি আচরণকে শৃঙ্খলার মধ্যে আনতে চায়। পানাহারের মতো দৈনন্দিন বিষয়েও ইসলাম সুস্পষ্ট আদব ও নির্দেশনা দিয়েছে। এর অন্যতম হলো— কোন হাত দিয়ে খাবার ও পানীয় গ্রহণ করা উচিত। কিংবা কেউ যদি ডান হাতে খাবার বা পানীয় গ্রহণ করতে অক্ষম হন তার করণীয়ই বা কী হবে?

ডান হাত দিয়ে পানাহার করা— সুন্নাহ ও আদব
ইসলামে ডান হাত দিয়ে খাওয়া ও পান করা সুন্নাহ। এটি শুধু ভদ্রতা নয় বরং রাসুলুল্লাহ (সা.)–এর নির্দেশ ও আমল দ্বারা প্রমাণিত।
হাদিসে ডান হাত দিয়ে খাওয়া ও পান করার নির্দেশ দেওয়া হয়েছে। বাম হাত দিয়ে খাওয়া—নিষেধ ও সতর্ক করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ
‘তোমাদের কেউ যখন খাবে, সে যেন ডান হাত দিয়ে খায়। আর যখন পান করবে, সে যেন ডান হাত দিয়ে পান করে। কারণ শয়তান বাম হাত দিয়ে খায় ও পান করে।’ (মুসলিম ২০২০)
ইচ্ছাকৃতভাবে বাম হাত দিয়ে খাওয়া বা পান করা নিষিদ্ধ (মাকরুহ তাহরিমি বা হারামের কাছাকাছি)— কারণ এটি শয়তানের অভ্যাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। হাদিসে বাম হাতে খাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে—
لَا يَأْكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ، وَلَا يَشْرَبَنَّ بِهَا، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِهَا
‘তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে না খায় এবং পান না করে। কেননা শয়তান বাম হাত দিয়েই খায় ও পান করে।’ (মুসলিম ২০২০)
নবীজি (সা.)–এর শিক্ষা ও দিকনির্দেশনা হলো— সক্ষমতা থাকলে অবশ্যই ডান হাতে খাবার ও পানীয় গ্রহণ করতে হবে। কেননা এক ব্যক্তি অহংকারবশত ডান হাতে খেতে অস্বীকার করলে নবিজী (সা.) তাকে সতর্ক করেন। রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে বললেন—
كُلْ بِيَمِينِكَ قَالَ: لَا أَسْتَطِيعُ قَالَ: لَا اسْتَطَعْتَ فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ بَعْدُ
‘ডান হাত দিয়ে খাও।’ সে বলল, ‘আমি পারি না।’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি আর পারবে না।’ এরপর সে আর কখনো হাত মুখ পর্যন্ত তুলতে পারেনি।’ (মুসলিম ২০২১)
ইসলামিক স্কলাররা বলেন, ‘এখানে সে ব্যক্তি অক্ষম ছিল না, বরং অহংকার করেছিল— তাই সতর্কতা এসেছে ‘
প্রকৃতপক্ষে যদি কেউ অক্ষম হয়?
ইসলাম বাস্তববাদী ও সহজ ধর্ম। যদি কারও ডান হাত—
> ভাঙা থাকে
> পক্ষাঘাতগ্রস্ত হয়
> ব্যথা বা চিকিৎসাগত কারণে ব্যবহার অনুপযোগী হয়
তাহলে বাম হাত দিয়ে খাওয়া জায়েয, কোনো গুনাহ নেই। কেননা মহান আল্লাহ মূলনীতি ঘোষণা করেছেন এভাবে—
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সুরা বাকারা: আয়াত ২৮৬)
ইসলামের সৌন্দর্য ও শিক্ষা হলো—
ডান হাত দিয়ে পানাহার করা। শয়তানের বিরোধিতা করা। সুন্নাহর অনুসরণ করা। পরিচ্ছন্নতা ও শালীনতার প্রতীক হয়ে আমল করা। দৈনন্দিন জীবনে ইবাদতের সওয়াব অর্জনের মাধ্যম হিসেবে কাজ করা।
মনে রাখতে হবে
সক্ষম হলে মুসলিম অবশ্যই ডান হাত দিয়ে খাবে ও পান করবে। এটি নবীজি (সা.)–এর স্পষ্ট নির্দেশ। ইচ্ছাকৃতভাবে বাম হাত ব্যবহার করা পরিহারযোগ্য। অক্ষম হলে শরিয়ত সহজতা দিয়েছে। একটি সাধারণ অভ্যাস—কিন্তু নিয়ত ও সুন্নাহ মানলে তা ইবাদতে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি সুন্নাহকে জীবনের অংশ বানানোর তাওফিক দান করুন। আমিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


